দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনয় ক্যারিয়ারে ‘রাব নে বানা দি জোড়ি’, ‘পিকে’, ‘সুলতান’, ‘সাঞ্জু’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত পরবর্তী সিনেমা ‘জিরো’। এতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন। আগামী ২১ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে এ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

শাহরুখ খানের সঙ্গে চতুর্থবারের মতো এ সিনেমায় অভিনয় করেছেন আনুশকা শর্মা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘শাহরুখের সঙ্গে কাজ করা মানে, স্কুলে যাওয়া। এত বড় মাপের সুপারস্টার হয়েও এখনো শিখে যাচ্ছেন। ছোটখাটো, খুঁটিনাটি বিষয়ে তার খুব কৌতূহল। তাই তার সঙ্গে কাজ করার সময় অনেক শিখি।’

‘জ়িরো’ সিনেমায় মানুষের অসম্পূর্ণতার কথা বলা হয়েছে। আপনার এমন কোনো দোষ-ত্রুটি রয়েছে কিনা যা শোধরাতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক কিছুই আছে। তবে অল্প-বিস্তর ইগো সমস্যা সকলের মধ্যেই থাকে। আমি চেষ্টা করি, ইগো সরিয়ে রেখে সকলের সঙ্গে মিশতে। রোজকার জীবনেও যদি ইতিবাচক মন নিয়ে ঘর থেকে বের হই, তা হলে মুম্বাইয়ের ট্রাফিকও আমাদের ভালো লাগবে! লোকজনের মধ্যে সমবেদনার অভাব দেখলে বিরক্ত হই। অহেতুক ঝগড়া বা মারপিট করায় আমার ভীষণ আপত্তি! আর কেউ যদি পশু-পাখিদের উপরে নির্যাতন করে, আমার ভীষণ রাগ হয়।’

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০১, ২০১৮)