দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার (০৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৪০ লাখ ৪ হাজার ৩৩১ টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এসব কোম্পানির মোট ২০ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমএল ডাইংয়ের। কোম্পানিটির মোট ৯ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের এবং ১ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার টাকার লেনদেনে মাধ্যমে তৃতীয় অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া ভিএফএস থ্রেড ডাইংয়ের ১ কোটি ৬৮ লাখ ১৭ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার টাকার, মুন্নু জুটের ১ কোটি ১ হাজার টাকার, শাহজালাল ব্যাংকের ৮৭ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলসের ২৫ লাখ ৫৫ হাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ৯ লাখ ৫০ হাজার টাকার, ইনটেক লিমিটেডের ৭ লাখ ৬৭ হাজার টাকার এবং সিলভা ফার্মার ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৪, ২০১৮)