দ্য রিপোর্ট প্রতিবেদক :  বিদেশি পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম নিয়ে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। আগামী কয়েকদিনের মধ্যে দলটি রাজধানীর একটি অভিজাত হোটেল বা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের অফিসে বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরেইন অ্যাফেয়ার্স কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য জানিয়েছেন, একাদশ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের জন্য নীতিমালায় পরিবর্তন এনেছে। এইসব পরিবর্তনের কারণে বিদেশি পর্যবেক্ষকরা সময়মতো বাংলাদেশে পৌঁছার বিষয়টি প্রশ্নবিদ্ধ। বিএনপি ইসির শেষ রুলস নিয়ে অবস্থান ব্যক্ত করবে।

ইতোমধ্যে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রকাশ করেছে। এরই মধ্যে কিছু নিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, ড. আসাদুজ্জামান রিপন, মীর হেলালসহ অনেকে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৪,২০১৮)