সুনামগঞ্জে প্রতিনিধি : নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব খানসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব খানকে উকিলপাড়া থেকে তাকে আটক করা হয়। আটকের পর আবদুল মোতালেব খানকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

আটক অপর জন হলেন- সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

এদিকে বিএনপির দুই নেতাকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম জানান, অভিযান চালিয়ে আবদুল মোতালেব খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় একটি মামলাও রয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে সুনামগঞ্জ-৫ আসনভুক্ত দোয়ারাবাজার উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। তবে কী কারণে বিএনপির নেতাকে আটক করা হয়েছে সেই ব্যাপারে দোয়ারাবাজার থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে সুনামগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বড় ভাই ব্যবসায়ী কতুবুর রহমান চৌধুরীসহ ১৯ জন এজেন্টকে গ্রেফতার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৯, ২০১৮)