দ্য রিপোর্ট প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ যেসব আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ আছে, তা নিরসন করার লক্ষ্যে কাজ করা হবে।

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, অনলাইনের জন্য একটি নীতিমালা হচ্ছে। রেজিস্ট্রেশেনেরও ব্যবস্থা হবে নীতামালার ভিত্তিতে। তখন ভুইফোঁড় অনলাইন বন্ধ হয়ে যাবে। সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আর অনলাইন টেলিভিশনেরও অনুমোদন নেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ঘোষিত সময়সীমার মধ্যে করার চেষ্টা করবো। ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে কেউ না করে থাকলে তাও তদারক করা হবে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার ৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টায় উন্নীত করার চিন্তা-ভাবনা চলছে।

তথ্যমন্ত্রী বলেন, পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার নজির এশিয়াতে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দক্ষ নেতৃত্বের কারণে জনগণ তাকে এ সম্মানে আসীন করেছে। জনকল্যাণে কাজ করায় দেশের সীমানা ছাড়িয়ে প্রধানমন্ত্রী এখন বিশ্ব নেতৃত্বে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৫, ২০১৯)