দ্য রিপোর্ট প্রতিবেদক : সংবাদ কর্মীদের বেতন-ভাতা বাড়াতে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে নবম ওয়েজবোর্ড নিয়ে বৈঠকে বসেছেন সাত মন্ত্রী।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে তথ্য মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে।

এদিন সকাল পৌনে ১০টার দিকে কমিটির প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ে কমিটির প্রথম সভা হয়। সভায় সংবাদকর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড, ২০১৮’-এর সুপারিশ পর্যালোচনা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের কথা বলবেন বলে জানান তথ্য সচিব।

বৈঠকে উপস্থিত কমিটির অন্য সদস্যরা হলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন, তথ্যমন্ত্রী ড. মো. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। কমিটির অন্য সদস্যরা উপস্থিত হবেন বলে জানা গেছে।

নবম ওয়েজবোর্ড নিয়ে মন্ত্রিসভার আগের কমিটি পুনর্গঠন করার পর সাত সদস্যের এ কমিটি প্রথম সভা করছেন আজ।

গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে সাত সদস্যের এই কমিটি করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারের শেষ সময় কমিটি করা হয়েছিল, মন্ত্রী পরিবর্তন হয়ে যাওয়ায় ওই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৬, ২০১৯)