দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রাজনৈতিক সমাবেশে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৯৫ জন আহত হয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন তথ্য দিয়েছে।

এক শিয়া নেতার স্মরণে আয়োজিত সমাবেশে দেশটির শীর্ষ রাজনীতিবিদরা অংশ নিয়েছিলেন। ইসলামিক স্টেট গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছিল, হামলায় তিনজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, দুর্ভাগ্যবশত, হামলায় তিন নারীসহ অন্তত ১১জন নিহত হয়েছেন। আহত হন আরও ৯৫জন।

হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, খোলা আকাশের নিচের এই সমাবেশে উপস্থিত হওয়া লোকজনকে টার্গেট করে এলোপাতাড়ি মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে।

শিয়া নেতা হাজার আব্দুল আলী মাজারির ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেই সমাবেশটির আয়োজন করা হয়েছিল।

নিকটবর্তী ভবন থেকে মোর্টারের গোলা ছোড়া হয়। আশপাশের বসতবাড়িগুলোর চারপাশে অধিকাংশ গোলা পড়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০৯, ২০১৯)