দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যই প্রমাণ করে, ৩০ ডিসেম্বর নির্বাচনে তাঁর নির্দেশেই ব্যালট বাক্স ভরা হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘২৯ ডিসেম্বর সন্ধ্যা রাত থেকে ৩০ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত মিডনাইট নির্বাচন চলেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ইভিএম নয়, গণতান্ত্রিক মানসিকতা দরকার।’

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যালট বাক্স রক্ষা না করে বরং সরকারি দলকে মধ্যরাতে ব্যালট বাক্স ভরতে সহায়তা করেছেন। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দস্যুতার আচরণ করেছেন।’

সিইসির সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ‘সিইসি বলেছেন, ইভিএম চালু হলে নাকি ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির ঝুঁকি কমবে। সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো মেশিন লাগে না। যেটা লাগে সেটা হলো, আমি গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট কি না। আমি চাকরি করব নাকি সাংবিধানিক দায়িত্ব পালন করব- এই দ্বিধা যার মধ্যে থাকবে, সেই সুষ্ঠু নির্বাচন করতে পারবে।’

একাধিক অনিয়মের আশ্রয় নিয়ে একতরফাভাবে ঢাকা আইনজীবী সমীতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে রিজভী আরো বলেন, ‘জাতীয় নির্বাচনের মতো সরকার এখন বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনেও মিডনাইট নির্বাচনের পদ্ধতি অবলম্বন করছে।’

সংবাদ সম্মলেনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অসুস্থ নেতাকর্মীদের সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ০৯, ২০১৯)