দ্য রিপোর্ট ডেস্ক: কলম্বিয়ার মেটা প্রদেশে শনিবার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ। খবর সিবিসি নিউজের।

সিভিল অ্যারোনটিকসের স্পেশাল অ্যাডিমিনিস্ট্রেটিভ ইউনিট জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরোহী কেউই বেঁচে নেই।

তারা জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ডিসি-৩ বিমানটি থেকে ডিস্ট্রেস কল করা হয়।

বিমান কর্তৃপক্ষ বলছে, লেজার অ্যারো এয়ারলাইন্সের মালিকানাধীন ওই বিমানটি দক্ষিণঞ্চলীয় শহর সান হোসে দেল গুয়াভিয়ারে থেকে সেন্ট্রাল ভিল্লাভিসেনসিও-তে যাচ্ছিল।

তারা জানাচ্ছে, বিমানটি মাঝপথে সান কার্লোস দে গুয়ারোয়া পৌরসভায় বিধ্বস্ত হয়।

এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি লেজার অ্যারো এয়ারলাইন্স।

পরে টুইটারে এক বিবৃতিতে ওই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের নাম প্রকাশ করে তারা। ওই বিবৃতি অনুয়ায়ী নিহতদের মধ্যে ভপেসের জাঙ্গল প্রদেশের একটি ছোট শহরের মেয়রও রয়েছেন।

তারা আরও জানায়, বিমানের সবকিছুই ঠিকঠাক ছিল। এছাড়া বিমানের ক্রুদের মেডিক্যাল সার্টিফিকেট আপটুডেট ছিল।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১০, ২০১৯)