টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে ১৮ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মামুন মিয়া জানান, রাত ১২টার দিকে ১২ তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এসময় হঠাৎ ছাদের দ্বিতীয় তলার পশ্চিম প্রান্তের উত্তর কোণা ভেঙে পড়ে যায়।

এতে চাপা পড়ে ১৮ শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ১৮ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়া গুরুতর তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৩, ২০১৯