দ্য রিপোর্ট প্রতিবেদক : ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরেও ক্যাডার হিসেবে যারা নিয়োগ পাননি, তাদের মধ্য থেকে পাঁচশ ৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়েছে।

বুধবার এক বিশেষ সভায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সুপারিশ করেছে। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

পিএসসি গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল। তখন বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার হতে পারেননি, তাদের মধ্য থেকেই প্রথম শ্রেনির নন-ক্যাডারে নিয়োগ দেয়া হয়। ৩১তম বিসিএস থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

উত্তীর্ণ হওয়ার পরেও ক্যাডার না পেলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৩, ২০১৯)