দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের নাগরিকদের জন্য মাছ-মাংসসহ নিরাপদ খাদ্য সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতের কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এছাড়া মাছ-মাংস অন্যান্য খাদ্যের নিরাপদ সরবরাহে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

বোতলজাত পানি নিয়ে করা এক রিটের সাথে সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ আদেশ দেন।

খাদ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জে আর খান রবীন। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।


(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ১৪,২০১৯)