দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলামসহ ১৬ নেতাকে পুলিশ কারাগারে পাঠিয়েছে।

শনিবার (২৩ মার্চ) তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বিরামপুর আদর্শ বিদ্যালয়ে নাশকতার পরিকল্পনা করার সময় শুক্রবার তাদের আটক করা হয়।

তারা হলেন- দিনাজপুর জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমির সাইদুল ইসলাম, হাকিমপুর উপজেলা সেক্রেটারি মীর শহিদ, ঘোড়াঘাট উপজেলা আমীর আজিজার রহমান, নবাবগঞ্জ উপজেলা আমির আবুল কাসেম, পার্বতীপুর উপজেলা আমীর ইউসুফ আলী, বিরামপুর উপজেলা আমির মোরশেদ আলী, বিরামপুর পৌর আমির সাখাওয়াত হোসেন, ফুলবাড়ী উপজেলা আমির মনজুরুল কাদের, জেলা কর্মপরিষদ সদস্য আমজাদ হোসাইন, হাফিজুল ইসলাম, মুহাদ্দিস এনামুল হক, এনামুল হক (২), আবু তাহের, মনজুরুল ইসলাম, রেজাউল ইসলাম।

এসময় সেখান থেকে ২৭টি ককটেল, ৩২টি পেট্রলবোমা, ৫টি রামদা, দুই বয়াম কাঁচের টুকরা, দুই কৌটা সাইকেলের লোহার বল, দুই জার্কিন পেট্রলসহ ১২ প্রকারের দ্রব্যাদি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে শুক্রবার বিরামপুর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলা নং ২৬, ধারা-৪(খ) ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন তৎসহ ১৫(১)/১৫(৩) ১৯৭৪ সালের বিশেষ বিস্ফোরক দ্রব্য আইন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক ইয়াকুব আলী জানান, শনিবার বিশেষ প্রহরায় আটককৃতদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২৩, ২০১৯)