দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিনামাইট ব্যবহার করে কন্ট্রোলড ডিমোলিশন বা নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতিতে ভাঙা হবে রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন।

এই পদ্ধতি বাস্তবায়িত হলে দেশে ডিনামাইট ব্যবহার করে কোনো ভবন ভাঙার প্রথম নজির হবে এটি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

ভবনটি ভাঙার প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজউকের হাতে ভবনটি ভাঙার জন্য তিন মাস সময় রয়েছে। তবে ভবনটি ভাঙার সব প্রস্তুতি রাজউক নিয়ে রেখেছে। ডিনামাইট দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হবে। এত বড় একটি ভবন ম্যানুয়ালি ভাঙার সুযোগ নেই।

ডিনামাইট দিয়ে বিস্ফোরণের পর ভবনটি সম্পূর্ণ ধসে পড়বে এবং মুহূর্তেই ধুলা ছড়িয়ে পড়বে বিজিএমইএ’র আশপাশের এলাকায়।

মঙ্গলবার সকাল থেকেই বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হয়। সকাল থেকে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাধ্যমে ভবনটি থেকে সংযোগ বিচ্ছিন্ন করার পর মূল ভবন ভাঙার কাজ শুরু করতে চাইলে বিজিএমইএ এবং ভবনে থাকা বিভিন্ন অফিস কর্তৃপক্ষ অর্থসহ মূল্যবান মালামাল সরিয়ে নেয়ার জন্য দু’দফায় বিকেল ৫টা পর্যন্ত সময় চায়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৬, ২০১৯)