মেহেরপুর প্রতিনিধি: জেলার গাংনীতে গলায় বিস্কুট আটকে গিয়ে মিতা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে নিজ বাড়িতে বিস্কুট খাওয়ার সময় এ ঘটনা ঘটে।

মিতার বাবার নাম সমিরন মণ্ডল মিলন। তিনি মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। তার বাড়ি গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা এগারটার দিকে মিতা ঘরে রাখা বিস্কুট খেতে শুরু করে। এসময় তার বাবা মিলন মণ্ডল কলেজে ছিলেন। তার মা তাপসী মণ্ডল সংসারের কাজে ব্যস্ত ছিলেন।

মিতার গলায় যখন বিস্কুট আটকে যায় তখন বিষয়টি তার মা তাপসী মণ্ডল বুঝতে পারেন।

শিশুটির অবস্থা খারাপের দিকে যেতে দেখে তিনি তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন বলেন, গলায় বিস্কুট আটকে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২০, ২০১৯)