দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলংকায় তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে একযোগে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

রোববার সকালে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে গির্জাগুলোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া প্রায় একই সময়ে রাজধানী কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব বিস্ফোরণের ঘটনায় ৩৫ জন বিদেশিসহ অন্তত ১৫৬ জন নিহত হয়েছে এবং দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হামলার পর শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি বিস্ফোরণের ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে— কলম্বো টেলিগ্রাফ

এদিকে হামলার ঘটনাকে 'কাপুরুষোচিত' উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেও।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী রনিল বলেন, 'আমাদের জনগণের ওপর এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। এই ক্রান্তিকালে আমি শ্রীলংকার জনগণকে একত্রিত ও মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানাচ্ছি... পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে।'

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২১,২০১৯)