দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন: শেয়ার বাজারে সিংহ আর ছাগলের বাচ্চার লড়াইয়ের মতো অসম ব্যবস্থা চলতে দেয়া হবে না। ব্যাংক থেকে টাকা নিয়ে ইচ্ছা করে খেলাপী হয়েও আর পার পাওয়া যাবে না।

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।

বৃহস্পতিবার এনইসি মিলনায়তনে নেতৃস্থানীয় গণমাধ্যমের সম্পাদক এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত হয় প্রাক-বাজেট আলোচনা। শুরুতেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান আবদুল্লাহ আবু সায়ীদ ঢাকাকে বাসযোগ্য করতে গাড়ির ওপর আমদানি শুল্ক বৃদ্ধি, জলাধার আইন সংশোধনের প্রস্তাব দেন।

গণমাধ্যমের সম্পাদকরা ব্যাংকিং খাতে অনিয়ম, শেয়ারবাজারে কারসাজির বিষয়ে অর্থমন্ত্রীর স্পষ্ট বক্তব্য জানতে চান।

এর পরিপ্রেক্ষিতে ব্যাংকিং খাত ও শেয়ারবাজার দুটোই ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী।

তিনি জানান, গণমাধ্যমের কাছে সরকার ইতিবাচক সমালোচনা আশা করে সরকার। জনসচেতনতা মূলক প্রচার পেলে সরকার ভর্তুকি দেবে আশ্বস্ত করেন তিনি।

সঞ্চয়পত্র নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, বিদ্যমান সুদ হার কমানো হবে না, তবে কারা কতো টাকার সঞ্চয়পত্র কিনছেন তা খোঁজ নেয়া হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৫,২০১৯)