ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কোটচাঁদপুরে ডাকাতির বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বদ্বে গোলাগুলিতে ডাবলু মণ্ডল (৩০) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার কাগমারি মোড়ের পুকুর পাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়ছে, রাতে গুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পড়ে থাকতে দেখা যায়। রাত ২টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, ২৫ বোতল ফেন্সিডিল ও পাঁচ জোড়া স্যাণ্ডেল। নিহত ডাবলু উপজেলার রেলস্টেশন এলাকার আত্তাব মণ্ডলের ছেলে।

কোটচাঁদপুর থানার সেকেণ্ড অফিসার বিএম মতিয়ার রহমান জানান, রাতে গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তারা। এ সময় ঘটনাস্থলে ডাবলু মণ্ডলের লাশ পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, ডাকাতি অথবা মাদকের টাকা ভাগা-ভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে ডাবলু নিহত হয়েছে বলে আমরা (পুলিশ) মনে করছি। নিহত ডাবলুর বিরুদ্ধে কোটচাঁদপুরসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, দস্যুতা, অস্ত্রসহ ১৫ টির অধিক মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৩, ২০১৯)