দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারের তলিকাভুক্ত ইসলমিক ফাইন্যান্সের ঘোষিত ১৪ দশমিক ৫ শতাংশ লভ্যাংশের অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। ঘোষিত লভ্যাংশের ১০ শতাংশ নগদ ও ৪ দশমিক ৫ শতাংশ বোনাস।

রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কোম্পানির ১৮তম বর্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।

৩০ জুন ২০১৮, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ৫৪ পয়সা।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাইন্যান্স এর চেয়ারম্যান শিব্বির মাহমুদ ।এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেজাউল হায়দার ও আনিস উদ্দিন আহমেদ, পরিচালন পর্ষদের পরিচালক লিয়াকত হোসাইন মাহমুদ ও এস এম বক্তিয়ার আলম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মোহাম্মদ সালেহ।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৫, ২০১৯)