দ্য রিপোর্ট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুটি গাড়ির প্রতিযোগিতায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

আবুধাবি পুলিশের বরাত দিয়ে দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৮ মে) সন্ধ্যায় আল এইনের আল নাসিরিয়াহ রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। এসময় দ্রুতগতির দুটি গাড়ি হঠাৎ লেন পরিবর্তন করছিল।

দুর্ঘটনায় পড়া দুটি গাড়ির মধ্যে একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক এবং একজন আরোহী নিহত হন। অন্য গাড়িটি দুই নারীকে চাপা দেয়। এই দুই নারী জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স সেখানে ছুটে যায়। এরপর আহত একজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। যদিও আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
দুর্ঘটনা সম্পর্কে আল এইন অঞ্চলের ট্রাফিক বিভাগের পরিচালক সালেম বিন বারাক আল দাহারি বলেন, পাবলিক রোডে দুটি গাড়ি নিয়ম অমান্য করে পাল্লা দেয়। এরপর হঠাৎ করে লেন পরিবর্তন করায় দুর্ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৯)