দ্য রিপোর্ট ডেস্ক : বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের থেকে ২১০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ব্যাটে ভালো শুরু করেছে বাংলাদেশ দল। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে। সৌম্য সরকার অপরাজিত ৪৯, মুশফিকে ২ রানে ক্রিজে রয়েছেন । আর তামিম আউট হয়েছে ১৮ রানে,সাব্বির ০ রানে এলবিডব্লিউ ।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান দুর্দান্ত শুরু করেন। ২১ ওভারের মধ্যে তারা দু'জন তুলে নেন ফিফটি। দলের রান হয় ১৩০ এর বেশি। এরপর বৃষ্টি নামে। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে শিরোপা জিতত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত বৃষ্টি থামায় ম্যাচ মাঠে গড়ায়।

ওভার কমিয়ে আনা হয় ২৪ ওভারে। উইন্ডিজ ৩.৫ ওভার বৃষ্টির পরে ব্যাট করে। তারা ১ উইকেট হারিয়ে তোলে ১৫২ রান। পরে বৃষ্টি আইনে বাংলাদেশকে ২১০ রানের লক্ষ্য দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ ৭৪ রানে থামেন। আমব্রিস করেন ৬৩ রান। মেহেদি মিরাজ দলের হয়ে একটি উইকেট নেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১৭,২০১৯)