দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতা স্কট মরিসন এবং লেবার পার্টির নেতা বিল শর্টেনের মধ্যেই মূলত লড়াই হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই দুই নেতা সকালে কেন্দ্র পরিদর্শনে যান। তারা দুজনই জয়ী হওয়ার প্রত্যাশা করছেন। যদিও কোন দল বিজয়ী হতে পারে সে বিষয়ে কোনও পূর্বাভাস দেয়া হয়নি।

অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, ১৮ বছরের ওপরে সবার ভোট দেয়া বাধ্যতামূলক। সে হিসাবে এবার ১ কোটি ৬৪ লাখ ভোটার ভোট দিতে যাচ্ছেন যা দেশটির জন্য রেকর্ড।

প্রতি তিন বছর পর অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও ২০০৭ সালের পর কোনও প্রধানমন্ত্রীই পূর্ণমেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি। এ কারণে নির্বাচনে বিজয়ীদের পূর্ণমেয়াদে ক্ষমতায় থাকাই হবে বড় চ্যালেঞ্জ।

বিভিন্ন জরিপ বলছে, ভোটাররা অর্থনীতি, জীবনযাত্রার খরচ, পরিবেশ এবং স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ভোট দেবে। আর তরুণ ভোটাররা ভোট দেবে জলবায়ু পরিবর্তনের ইস্যুটি বিবেচনায় নিয়ে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৮, ২০১৯)