দ্য রিপোর্ট ডেস্ক : রাজনীতিতে নেমে নিজের প্রথম নির্বাচনে জয়ের পথে আছেন গৌতম গম্ভীর। ভারতের হয়ে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ জয়ী গম্ভীর এ বছর ক্রিকেটকে বিদায় বলেছেন। এরপর রাজনীতিতে নামেন তিনি। বিজেপির টিকেটে পূর্ব দিল্লির আসনে লোকসভা নির্বাচনে অংশ নেন।

গম্ভীর তার আসনে ২ লাখ ৩৮ হাজার ভোটে এগিয়ে আছেন বলে জানা গেছে। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অরবিন্দ সিং লাভলী। এছাড়া আম আদমি পার্টির অতিশি পূর্ব দিল্লির ওই আসনে লড়ছেন।

এর আগে এএপি'র অতিশি বিজেপির গম্ভীরের নামে অভিযোগ করে বলেন, গম্ভীর তার নামে পুস্তিকা বের করে বিলি করছেন। যাতে কুরুচিপূর্ণ যৌনতার কথা বলা হয়েছে। লেখা হয়েছেন অপমানজনক কথা। গম্ভীর এর জবাব দিয়ে বলেন, ঘটনা সত্য প্রমাণ করতে পারলে তিনি জনসমক্ষে ফাঁসি নেবেন। এছাড়া নির্বাচনের আগে অনুমতি না নিয়ে পথসভা করার অভিযোগও ওঠে গম্ভীরের নামে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ২৩,২০১৯)