দ্য রিপোর্ট ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক বার্তায় ইমরান খান বলেছেন, ‘বিজেপি ও তার সহযোগী দল ভোটে জয়লাভ করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি শান্ত করার জন্য এবং এই এলাকার সমৃদ্ধির জন্য আমি তার সঙ্গে কাজ করতে চাই।’ খবর পার্স টুডে।


ভারতে লোকসভা নির্বাচনের মুখে ইমরান খান বিজেপির জয় সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, কাশ্মির সমস্যা নিষ্পত্তি করার জন্য হয়তো নরেন্দ্র মোদির দল বিজেপি নির্বাচনে জিতলেই ভালো হবে, কারণ মোদি ভারতের দক্ষিণপন্থী হিন্দুদের সমর্থন পাবেন।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইমরান সেসময় আরও বলেছিলেন, ‘সম্ভবত দক্ষিণপন্থী দল বিজেপি জিতলে কাশ্মিরে কিছু একটা সমাধানে পৌঁছানো যেতে পারে।’

ইমরান বলেন, ‘দুটি দেশের সরকারেরই প্রধান কাজ দারিদ্র্য কমিয়ে আনা, যার পথ হলো সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি। আর বিরোধ একটাই তা হলো কাশ্মির।’

ভারতে এবার বিজেপি পুনরায় জয়ী হওয়ার পরে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি শান্ত করার জন্য এবং ওই এলাকার সমৃদ্ধির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ২৩,২০১৯)