দ্য রিপোর্ট ডেস্ক: পরিচালক ও প্রযোজকের রেষারেষির কারণে ‘নোলক’ সিনেমার মুক্তি নিয়ে ধোঁয়াশার কথা শোনা গেলেও সাকিব সনেট এই বিষয়ে মোটেও কর্ণপাত করতে চাচ্ছেন না। তার মতে, সেন্সর যেহেতু হয়ে গেছে তাই মুক্তিতে আর বাঁধা নেই।

জানা যায়, ২৯ মে কোর্টের রায়ের উপরই নির্ভর করছে নোলকের সেন্সর স্থগিতের বিষয়টি। তবে সাকিব সনেটের দাবী, এগুলো বিভ্রান্ত ছড়ানো ছাড়া কিছুই না। গত মঙ্গলবার কোর্টের রায় ছিল। তা পিছিয়ে ২৯ তারিখ করা হয়েছে। এতে কিছুই হবে না। নোলক ঈদেই আসবে।

মুক্তির আগে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দেয়া হচ্ছে হল বুকিং। এরইমধ্যে চল্লিশটির বেশি প্রেক্ষাগৃহে ছবিটি চূড়ান্ত হয়ে গেছে। এমনটাই জানান ‘নোলক’-এর প্রযোজক ও পরিচালক সাকিব সনেট।

প্রথম সপ্তাহে ৬০ টির বেশি প্রেক্ষাগৃহে ‘নোলক’ মুক্তির টার্গেট রয়েছে জানিয়ে সনেট বলেন, ইতোমধ্যে ৪০ টির বেশি হলে বুকিং হয়ে গেছে। তবে চাইছি, প্রথম সপ্তাহে ৬০ টির বেশি হলে মুক্তি পাক ‘নোলক’।

সাকিব সনেট বলেন, বেছে বেছে ভালো ভালো সিনেমা হলে ‘নোলক’ মুক্তি দিচ্ছি। ছবির মান ভালো। আমার বিশ্বাস, দর্শক ছবিটি গ্রহণ করবেই। সেজন্য প্রথমে কম হলে মুক্তি দিলেও কোনো আফসোস থাকছে না। দ্বিতীয় সপ্তাহ থেকে হল সংখ্যা বাড়াতে চাই। সেভাবে গোছাচ্ছি।

‘নোলক’ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ২০১৭ সালের ডিসেম্বরের ১ তারিখ থেকে রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়। শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিতে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ।

(দ্য রিপেোর্ট/এনটি/মে ২৫, ২০১৯)