নাটোর প্রতিনিধি : জেলার সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক মায়ের গর্ভে ১১ বছর পর জন্ম নিয়েছে ৪ সন্তান। শনিবার দুপুর ২টার দিকে এ বাচ্চাদের জন্ম হয়।

প্রসূতির পারিবারিক সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের কৃষক মিলন হোসেন শুক্রবার দুপুরে তার গর্ভবতী স্ত্রী সাহিদাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান। দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে স্বাভাবিকভাবে জন্ম নেয় তিনটি মেয়েশিশু ও একটি ছেলেশিশু।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, দুটি শিশু সম্পূর্ণ সুস্থ। তবে বাকি দুটি শিশুর ওজন অত্যন্ত কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ১১ বছর পর ৪টি সন্তান হওয়ায় খুশি সাহিদা-মিলন দম্পতিসহ তাদের স্বজনরাও।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৫, ২০১৯)