দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোকে দেয়া তিন নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রোববার (২৬ মে) সকাল পৌনে ১০টার দিকে আবহাওয়া অধিদফতর আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানায়।

আবহাওয়া সতর্কবার্তায় আবহাওয়াবিদ মুহম্মদ আবুল কালাম মল্লিক জানান, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এর আগে শনিবার (২৫ মে) ঝড়ো হাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দিয়ে যেতে বলেছিল আবহাওয়া অধিদফতর।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৬, ২০১৯)