মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকায় দুর্বৃত্তদের হামলায় আবিদা সুলতানা নামের এক আইনজীবী নিহত হয়েছেন।

রোববার (২৬ মে) রাত সাড়ে ১১ টার দিক উপজেলার দক্ষিণ কাঠাঁলতলী এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে৷

নিহত আবিদা একই এলাকার মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য বলে জানা গেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে সন্ধ্যায় মৌলভীবাজার থেকে বাড়িতে ইফতারি নিয়ে আসেন আবিদা। এরপর রাত ১০টার দিকে ভাড়াটিয়ার বাসায় গেলে বাদানুবাদ হয়। এক পর্যায়ে সেখানেই তাকে পিটিয়ে মারা হয়। ওই ভাড়া বাসার দুজন নারীকে আটক করা হয়েছে। বাসার পুরুষ ব্যক্তি পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃত নারীদের একজন ওই পলাতক ব্যক্তির মা এবং আরেকজন তার স্ত্রী।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিহত নারীর মাথায়, গলার বাঁ পাশে এবং থুঁতনিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তার গলায় ওড়না পেচিয়ে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহত নারী আইনজীবীর সঙ্গে স্থানীয়দের জমিজমা নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৯)