গাজীপুর প্রতিনিধি : আসামি ধরে নিয়ে যাওয়ার সময় গাজীপুরে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ। তাদের পরিচয় জানা যায়নি।

রোববার (২৬ মে) রাত ১১টার দিকে মহানগরীর টঙ্গী নতুন বাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সেলিমকে ধরতে বিসিক এলাকায় অভিযান চালায়। তাকে (সেলিম) আটক করে নিয়ে আসার পথে টঙ্গী নতুনবাজার রেলগেট এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে সেলিমের সহযোগীরা সড়ক অবরোধ করে ডিবি পুলিশের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে ডিবি পুলিশের গাড়িতে উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করতে থাকে। পরে ডিবি পুলিশও কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

প্রত্যক্ষদর্শী শাকিল জানান, ডিবি পুলিশের গুলিতে তিনজন আহত হয়েছে। তাদের শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, আসামি ধরে ফেরার পথে সন্ত্রাসীরা নতুনবাজার রেলগেট এলাকায় ডিবি পুলিশের গাড়িতে হামলা করেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৯)