দ্য রিপোর্ট প্রতিবেদক: এখন সড়ক দূর্ঘটনা যেন প্রায় প্রতিদিনের স্বাভাবিক ঘটনার মতো। দেশে-বিদেশে সড়ক দূর্ঘটনায় পড়ে প্রায়ই মৃত্যু হচ্ছেন মানুষের। সড়ক দূর্ঘটনায় লোকশিল্পী কুইন হরিশসহ তিন শিল্পীর মৃত্যু হয়েছে।

ভারতের জয়সলমির থেকে আজমিরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন হরিশ। আর সেখানে যাওয়ার পথে দুর্ঘটনার মধ্যে পড়েন শিল্পীরা।

জানা গেছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। কুইন হরিশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে তার অনুরাগীমহলের। পুলিশের জানিয়েছে, গাড়িতে হরিশ ছাড়াও আরও তিনজন শিল্পী ছিলেন। তাদেরও মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, যোধপুরের কাছে কাপারডা গ্রামে জাতীয় সড়কের উপর তার এসইউভিকে গাড়িকে ধাক্কা দেয় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক। গাড়ির বাঁদিকে বসেছিলেন হরিশ। তখন উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিল্পীদের গাড়িটিকে ধাক্কা মারে। এঘটনায় শিল্পীদের মৃত্যু হয়।

হরিশের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি এক বিবৃতিতে বলেন, ‘যোধপুরে দুর্ঘটনায় শিল্পীর মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা।’

বহু মানুষ আছেন যারা রাজস্থানের মাটির গান-নাচ শুনতে ভালোবাসেন। আর যাদের নাচ-গান বেশ জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম কুইন হরিশ। গান এবং নাচ ভারতের পাশাপাশি বিদেশেও বেশ জনপ্রিয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৩, ২০১৯)