টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উল্টো পথ দিয়ে যাওয়ার সময় এক ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী বলছে, যানজটে আটকা পড়া ক্ষুব্ধ যাত্রীরা অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটান।

মঙ্গলবার বেলা ১২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলী উৎসব ফিলিং স্টেশন এলাকায় আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, `ঘটনার পরপরই পুলিশ ও এলাকাবাসী গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।'

সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে মঙ্গলবার ভোর থেকে যানজট শুরু হয়। ভোর থেকে সব গাড়ি স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে বেলা ৩টা পর্যন্ত।

এই পরিস্থিতিতে বেলা ১২টার দিকে দুইটা পুলিশের গাড়ি অন্য দুইটা গাড়িকে পাহারা দিয়ে নিয়ে যায় উল্টো পাশ দিয়ে। এ সময় যানজটে আটকা পড়া যাত্রীরা কটূ ভাষায় গালাগাল করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এর পরপরই টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান উল্টো পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা তাকে থামিয়ে তার গাড়িতে আগুন ধরিয়ে দেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পরে পুলিশ ও এলাকাবাসী গিয়ে বালতি ভরে পানি নিয়ে আগুন নেভায়।

পুলিশ সুপার বলেন, `অতিরিক্ত যানবাহনের চাপে সকালে কোনো গাড়ি সিরাজগঞ্জে ঢুকতে পারছিল না। তাই বঙ্গবন্ধু সেতুতে কিছুক্ষণের জন্য টোল আদায় বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।'

পরে বেলা ৩টায় গাড়ি চলা শুরু হলেও পৌনে ৬টার দিকেও ধরিগতিতে চলতে দেখা গেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৪, ২০১৯)