দ্য রিপোর্ট প্রতিবেদক: দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভুইয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে তাকে মঙ্গলবার (১১ জুন) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

গত ২৬ মে এ নোটিশ পাঠানো হয়।

হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১০, ২০১৯)