দ্য রিপোর্ট প্রতিবেদক : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট।

৮ দলীয় এ জোটের নেতাকর্মীরা ঢাকা মহানগরের পাড়া-মহল্লায় প্রচারণা মিছিল-সমাবেশ করছে। হরতাল সফল করতে ছুটছেন জনগণের দ্বারে দ্বারে।

এদিকে বৃহস্পতিবার হরতালের সমর্থনে প্রেসক্লাব থেকে শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি হয়ে গাবতলী অভিমুখে পদযাত্রা করেন সিপিবি-বাসদের নেতাকর্মীরা।

এছাড়াও বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক এলাকায় খণ্ড খণ্ড হয়ে প্রচারণায় অংশ নেন শীর্ষ নেতারা।

এছাড়া সেগুনবাগিচার স্বাধীনতা হলে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সেখানে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনসহ সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

এছাড়া রাজধানীর জিগাতলা-মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ট্রাকে চড়া পথসভা করতে দেখা গেছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৫,২০১৯)