দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের বিপক্ষে স্বচ্ছন্দে ব্যাটিং করতে পারছেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় ৩.৩ ওভারে মাত্র এক রানে ফেরেন মার্টিন গাপটিল।

শুরুর এই মন্থর ব্যাটিং কাটিয়ে দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ফিফটির পর তিনিও ফেরেন সাজঘরে। তার বিদায়ে ৩৫.২ ওভারে ৩.৮১ গড়ে মাত্র ১৩৪ রান তুলতেই তিন উইকেট হারায় নিউজিল্যান্ড।

মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই কোণঠাসা হয়ে যায় নিউজিল্যান্ড। টেস্ট স্টাইলে ব্যাটিং করেও উইকেট ধরে রাখতে পারেননি মার্টিন গাপটিল। দলীয় ৩.৩ ওভারে স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ করতেই গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড।

১৪ বল খেলে মাত্র ১ রান করে যশপ্রিত বুমরাহর বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাগটিল। চলতি বিশ্বকাপে ব্যাটিংয়ে চরম ব্যর্থ নিউজিল্যান্ডের এ ওপেনার। নয় ম্যাচে ১৮.৫৬ গড়ে (৭৩, ২৫, ০, ৩৫, ০, ৫, ২০, ৮ ও ১) মাত্র ১৬৭ রান করেন তিনি।

শুরুর এই ধাক্কা কাটিয়ে দলকে খেলায় ফেরান অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপ জুড়েই অসাধারণ ব্যাটিং করেছেন নিউজিল্যান্ডের এ অধিনায়ক। দ্বিতীয় উইকেটে হ্যানরি নিকোলাসের সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি। ৫১ বল খেলে দুটি চারের সাহায্যে ২৮ রান করে ফেরেন নিকোলাস।

এরপর রস টেইলের সঙ্গে জুটি গড়েন তিনি। এই জুটিতে তারা ৬৫ রান যোগ করেন। যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনে পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে ফেরেন উইলিয়ামসন। তার আগে ৯৫ বল খেলে পাঁচটি বাউন্ডারিতে ৬৭ রান করেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, ও জসপ্রিত বুমরাহ।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৯,২০১৯)