দ্য রিপোর্ট ডেস্ক : সেমিফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের বল হাতে কাঁপিয়ে দেয় ইংল্যান্ড। এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে সুবিধাই করতে পারেনি অজি ব্যাটসম্যানরা। ধুঁকতে ধুঁকতে তারা ২২৩ রানে অলআউট হয়। বল হাতে তাই তাদের বোলারদের দারুণ কিছু করতে হতো। কিন্তু ইংল্যান্ড বোলারদের মতো ব্যাটসম্যানরাও দুর্দান্ত শুরু করেন। দুই ওপেনার ছুটছেন দুর্দান্ত গতিতে।


ইংল্যান্ড ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে তুলেছে ৯৫রান। ওপেনার জেসন রয় খেলছেন ৫৩ রানে। অন্য ওপেনার জনি বেয়ারস্টো করেছেন ৩২রান।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে স্টিভ স্মিথ ৮৫ রান করে রান আউট হন। অ্যালেক্স কেরি করেন ৪৬ রান। এছাড়া মিশেল স্টার্ক ২৯ এবং গ্লেন ম্যাক্সওয়েল খেলেন ২২ রানের ইনিংস।

ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস নেন ২০ রানে ৩ উইকেট। আদিল রশিদ ৩ উইকেট দখল করেন। পেসার জোফরা আর্চার নেন দুই উইকেট।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১১,২০১৯)