দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১৭ জুলাই)। এদিন বাদ আসর গুলশান আজাদ মসজিদে এই কুলখানি অনুষ্ঠিত হবে। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার জালালী এই তথ্য জানিয়েছেন।

এরআগে, রবিবার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এরশাদ। এসময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রবিবার (১৪ জুলাই) বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে এরশাদের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ধর্মীয় শিক্ষক আহসান হাবীব।

খন্দকার জালালী জানান, মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে লাশ রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা হবে। বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)