খুলনা ব্যুরো: সুন্দরবনে র‌্যাব-০৮ ও বনদস্যু খালেক বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে বাহিনী প্রধান খালেক ও সেকেন্ড ইন কমান্ড বেল্লাল নিহত হয়েছে। মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি। নিহত দস্যুদের লাশ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-০৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম। তিনি আরো বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার সকালে অভিযানকারীরা বনের জোংড়া খালে ঢুকলে খালের মধ্যে পূর্ব থেকে অবস্থান নেয়া বনদস্যু খালেক বাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে চলা বন্দুক যুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণার পরও একের পর এক আইনশৃঙ্খনারক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার দুইজন ছাড়াও এর আগে গত ২৯ মে ৪ জন ও ৬ মে ৩ জন এবং ২৫ ফেব্রুয়ারী ৪ জন বনদস্যু র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়।