দ্য রিপোর্ট ডেস্ক: সরকারের হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগে কয়েক দিন আগে জিম্বাবুয়েকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। সেই রেশ এখনও কাটেনি। এর ঢেউ আছড়ে পড়তে পারে পাকিস্তানে। একই দায়ে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে দলটি।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এ আশঙ্কা প্রকাশ করেছে। এর প্রতিবেদনের শিরোনাম, জিম্বাবুয়েকে আইসিসির নিষেধাজ্ঞা পাকিস্তানের কাছে ‘ওয়েক আপ কল’!

নেপথ্যে কারণও দেখানো হয়েছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডে (পিসিবি) সরাসরি সরকারি হস্তক্ষেপ রয়েছে। অতীতের ন্যায় এখন পিসিবিতে প্রভাব খাটান দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। সদ্য পাক ক্রিকেটকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন তিনি। এরপর এ শংকা আরো প্রবল হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, সরকারপ্রধানের জন্য পিসিবিতে নির্দিষ্ট পদ সংরক্ষিত আছে। বোর্ডের সংবিধান অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী সবসময় পিসিবির পৃষ্ঠপোষক হয়ে থাকবেন। চাইলেই নিয়মনীতি পরিবর্তনে সরাসরি হাত দিতে পারবেন তিনি। এমনকি প্রেসিডেন্টকেও সরিয়ে দেয়ার ক্ষমতা রয়েছে তার। এসব নিয়মের ক্ষেত্রেই আপত্তি জানাতে পারে আইসিসি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবিধানের ৪৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সরকার ইচ্ছেমতো বোর্ডের নিয়মনীতিতে পরিবর্তন আনতে পারবেন, যা বিপাকে ফেলতে পারে দেশটির ক্রিকেটকে।

অবশ্য পিসিবির দাবি, এ সংবিধানকে আগেই অনুমোদন দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবু শঙ্কার মেঘ কাটছে না। কারণ এসব দেখে এর আগে শ্রীলংকা ও নেপাল ক্রিকেট বোর্ডকে সতর্কবার্তা পাঠিয়েছে আইসিসি। এখন সরফরাজ-আমিরদের বোর্ডের কপালে কী জোটে তা দেখার।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২,২০১৯)