দ্য রিপোর্ট প্রতিবেদক : গতবারের মতো এবারও লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বছর বিমানে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। তবে, বিমান ১ হাজার ২৭০ জন সরকারি প্রতিনিধি ও সৌদি এয়ারলাইন্সের ১ হাজার ৪১৭ হজযাত্রীসহ মোট ৬৬ হাজার ২৮৬ জনকে বহন করেছে। সোমবার (৫ আগস্ট) রাতে বিমান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকাল ৪টা ৫ মিনিটে বোয়িং-৭৭৭-৩০০-ইআর উড়োজাহাজে বিমানের শেষ হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। ৪ জুলাই থেকে শুরু থেকে বিমান ১৪৯টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনা করেছে।

এছাড়া, বিমান চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা রুটে ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা রুটে ২টি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা রুটে ৭টি ফ্লাইট ও সিলেট থেকে মদিনায় ১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ শেষে হজযাত্রীদের দেশে ফেরাতে ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৫,২০১৯)