দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু ও কাশ্মীরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও রয়েছে। আকসাই চীনও ভারতের অংশ।

মঙ্গলবার লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ হওয়ার সময় তিনি এ কথা বলেন।

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘নিয়ম ভেঙে জম্মু ও কাশ্মীর ভাগ করা হচ্ছে। সিমলা চুক্তি ও লাহোর চুক্তি সত্ত্বেও কীভাবে এটা অভ্যন্তরীণ বিষয় হল? ওই দুই চুক্তি দ্বিপাক্ষিক ছিল। জম্মু-কাশ্মীরকে কয়েদখানা বানিয়ে দেওয়া হয়েছে।’

এর পাল্টা অমিত শাহ প্রশ্ন তোলেন,‘কোন নিয়ম ভাঙা হয়েছে? সংবিধানে জম্মু-কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করা হয়েছে। জম্মু-কাশ্মীরের সংবিধানেও একই কথার উল্লেখ রয়েছে। তাই জম্মু-কাশ্মীরে আইন প্রণয়নে কোনো বাধা নেই। জম্মু ও কাশ্মীরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও রয়েছে। আকসাই চীনও ভারতের অংশ। এর জন্য জীবন দিয়ে দেব।’

অমিত শাহের বক্তব্যের মাঝখানে বাধা দিয়ে অধীর চৌধুরী বলেন, ‘আমি মনে করি না আপনি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভাবছেন। আপনারা সব নিয়ম ভেঙেছেন, রাতের আঁধারে একটি রাজ্যকে কেন্দ্রভুক্ত করেছেন।’

পরে অমিত শাহ বলেন,‘রাষ্ট্রপতির ৩৭০ ধারা বাতিল করার ক্ষমতা রয়েছে। কংগ্রেসের সময়েও দু’বার রাষ্ট্রপতি নিজের অধিকার প্রয়োগ করেছিলেন। সেই ক্ষমতা বলেই ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে সই করেছেন রাষ্ট্রপতি। সংবিধান অনুসারেই জম্মু ও কাশ্মীর পুনর্গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সোমবার ভারত শাসিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিতে সংবিধানের যে ৩৭০ অনুচ্ছেদ ছিল তা বিলোপ করা হয়। এর ফলে কাশ্মীর আর রাজ্য থাকছে না বরং এটি এখন দুই ভাগে কেন্দ্রের অর্ন্তভূক্ত হয়ে গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৬, ২০১৯)