দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার রাতে মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার আগে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

স্বায়ত্তশাসন বাতিল করে জম্মু ও কাশ্মীর ভেঙে দুই ভাগ করেছে মোদির সরকার। সে বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেন সুষমা।

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে সুষমা লিখেছেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সারাজীবনে এটি দেখার অপেক্ষায় ছিলাম আমি।’

এর পরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে মারা যান তিনি।

নরেন্দ্র মোদির সরকারের প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা সুষমা স্বরাজ। তবে অসুস্থতার কারণে এবারের লোকসভা নির্বাচনে অংশ নেননি তিনি।

২০১৬ সালে সুষমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। তা সত্ত্বেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মোদির বিগত সরকারের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুষমা স্বরাজ। আর ইন্দিরা গান্ধীর পর সুষমাই ভারতের দ্বিতীয় নারী যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সুষমা ভারতের পার্লামেন্টে সাতবার এবং বিধানসভায় সদস্য নির্বাচিত হন তিনবার। মাত্র ২৫ বছর বয়সে তিনি হরিয়ানা রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৭, ২০১৯)