দ্য রিপোর্ট প্রতিবেদক: সাকিব, মুশফিকদের পরিবর্তী কোচ কে হচ্ছেন তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি এরই মধ্যে তিনজনের শর্টলিস্ট তৈরি করেছে। এ তালিকায় আছেন মাইক হেসন, গ্র্যান্ট ফ্লাওয়ার ও পল ফারব্রেস।

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে এরই মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কোচ রাসেল ডমিঙ্গো। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের কর্মস্থলে প্রায় ঘন্টা দুয়েকের সাক্ষাৎকারে ডোমিঙ্গো নিজের পরিকল্পনা, মনোভাব, ভাবনা, লক্ষ্য তুলে ধরেন এক প্রেজেন্টেশন। বিসিবিও তার প্রেজেন্টেশনে সন্তুষ্ট। তবে তাকে চূড়ান্ত করেনি বোর্ড। শুক্রবার সাক্ষাৎকার দিতে ঢাকায় আসছেন নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন। বাকিদেরও সাক্ষাৎকার বিসিবি নেবে বলে জানা গেছে।

স্টিভ রোডসকে বিদায় করার পর অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হিসেবে পেতে চেয়েছিল বিসিবি। কিন্তু বিসিবির প্রস্তাব দ্বিতীয়বারের মতো ফিরিয়ে দেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ।

নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ হেসন জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর গত এক বছর কোনো দলের দায়িত্ব নেননি। আইপিএলে পাঞ্জাবের কোচ ছিলেন এক মৌসুম। অভিজ্ঞ এ কোচ এখন জাতীয় দলের কোচিংয়ে ফিরতে চাচ্ছেন। বিসিবি সেই সুযোগটি নিতে চাচ্ছে। শোনা যাচ্ছে হেসনকে কোচ হিসেবে পেতে বিসিবির আগ্রহটাই বেশি। বাকিটা তার সাক্ষাৎকারের পর চূড়ান্ত হবে।

ইংল্যান্ড জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ ফারব্রেসকে গত বছরের মার্চে বিসিবি প্রস্তাব দিয়েছিল। হাথরুসিংহের জায়গায় তাকে চেয়েছিল বিসিবি। কিন্তু ফারব্রেস বিসিবির অফার ফিরিয়ে দেন।

তাদের সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের নাম শোনা গেলেও, তাকে ফেরাতে অনেকেই অসম্মতি দিয়েছে। তবে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের পছন্দের তালিকাতে রয়েছেন হাথরুসিংহে। বিশেষ সূত্রের খবর, মোবাইলে হাথুরুসিংহের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে! তবে তাকে না ফেরানোর সম্ভাবনাই বেশি।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৮, ২০১৯)