দ্য রিপোর্ট প্রতিবেদক: আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আর কোনও বিকল্প নেই বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের দুর্ভাগ্য এমন কোনও আন্দোলন করতে পারছি না যার মাধ্যমে খালেদা জিয়াকে বের করে নিয়ে আসতে পারবো।

তিনি বলেন, আমরা জেনে গেছি আইন-আদালতের ভূমিকা কী। তারা কী করছে, আর কী করছে না। তাই সুসংগঠিত হয়ে আন্দোলনের মধ্যে দিয়ে তাকে মুক্তি করা ছাড়া কোনও বিকল্প নেই।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া যখন বিদেশে ছিলেন। তিনি নাও আসতে পারতেন। কিন্তু তিনি বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন, আদালতের সম্মুখে দাঁড়িয়েছেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে ফেলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা একেবারেই নেই।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৬,২০১৯)