দ্য রিপোর্ট প্রতিবেদক : রাঙামাটির বাঘাইহাটে সেনাবাহিনীর অভিযানে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সুমন চাকমা নিহত হয়েছেন।

নিহত সুমন চাকমা ইউপিডিএফ (মূল) দলের ‘শীর্ষ সন্ত্রাসী’ ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

ওই বিবৃতিতে আইএসপিআর আরও জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দোপাতা নামক এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায় সেনাবাহিনী। এসময় সন্ত্রাসীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। সেনাবাহিনীর টহল দল তৎক্ষণাৎ পাল্টা গুলি বর্ষণ করে এবং উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৪/৫ মিনিট গোলাগুলি হয়। সেনাসদস্যদের চাপের মুখে অজ্ঞাত সন্ত্রাসী দল পিছু হটতে বাধ্য হয়।

অভিযান চলাকালে আরও একাধিক ‘সন্ত্রাসী’ আহত হয়েছে বলে ধারণা করছে আইএসপিআর। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩ মে রাঙ্গামাটির নানিয়ারচরের উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা ব্রাশফায়ার করে হত্যা করেছিল।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ২৩,২০১৯)