দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ ছুটি কাটিয়ে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ছুটিতে গিয়েছিলেন সাকিব। সে কারণে তিনি শ্রীলঙ্কা সফরে যাননি। এরপর সাকিব যান পবিত্র হজ পালন করতে। সেখান থেকে দেশে ফিরে পরিবারকে সময় দিতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আগের রাতে দেশে ফিরে আজ অনুশীলনে যোগ দেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষের টেস্ট ম্যাচকে সামনে রেখে ২৪ ক্রিকেটারকে নিয়ে কন্ডিশনিং ক্যাম্প চলছে গত চার দিন ধরেই। শুরুতে সাকিব না থাকলেও আজ টেস্ট অধিনায়ককে পেয়ে গেল দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হয় অনুশীলন। শুরুটা হয় ফিল্ডিং অনুশীলন দিয়ে। ফিল্ডিং কোচ রায়ান কুকের তত্বাবধানে ফিল্ডিং অনুশীলন করেন ক্রিকেটাররা।

সাকিব অবশ্য ফিল্ডিং অনুশীলন করেননি। মিরপুরের মাঝ উইকেটে ব্যাটিং অনুশীলন করেন বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটিং অনুশীলন করেন মুশফিকুর রহিমও।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৪,২০১৯)