চট্টগ্রাম প্রতিনিধি: আফগানিস্তানের কিাছে বৃষ্টি বাধার পরও লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটের ইতিহাসে এই হারকে অন্যতম লজ্জার উদাহরণ হিসেবেই হয়তো দেখা হবে। কারণ সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেন বাংলাদেশ। পাঁচদিনের ম্যাচে একবারও মনে হয়নি বাংলাদেশ এগিয়ে।

এমন ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে এসে নিশ্চিত করেই নানা প্রশ্নের সম্মুখিন হবেন সাকিব আল হাসান এটা সবারই জানা। হলোও তাই সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিতে হলো অধিনায়ককে। তবে মোটামুটি সব প্রশ্নের একই উত্তর দিয়েছেন সাকিব।

তিনি এ টেস্টে হারের জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করেছেন। অধিনায়ক অবশ্য আফগানদের বোলিংয়ের প্রশংসা করতেও ভুলেননি।

সাকিব বলেন, আমার মনে হয়, এটা দুটি কারণে হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে এবং আফগানদের বোলিং। একটা ভালো দল হয়ে উঠতে গেলে আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে। ২০ বছর ধরে খেলার পর আমরা বলতে পারি না যে আমরা শিখছি।

তিনি আরও বলেন, আমরা বেশ অনেক দিন পর (মার্চের পর) টেস্ট খেললাম তবে আফগানিস্তানকে কৃতিত্ব দিতেই হবে। আমাদের এখন যত দ্রুত সম্ভব এ ম্যাচ ভুলে যেতে হবে এবং টি-টোয়েন্টি সিরিজে মনোযোগ দিতে হবে। এ সংস্করণে আফগানিস্তান খুবই ভালো দল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই আমাদের টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে হবে।

বাংলাদেশের মান রক্ষায় বৃষ্টি অনেক চেষ্টা করেছে। চতুর্থ দিনে ৬ উইকেট হারানো বাংলাদেশের পঞ্চম দিনে ২১ ওভার কাটাতে পারলেই হতো। তবে তা হয়নি ১৭.২ ওভার খেলতেই চার ব্যাটসম্যান আউট হয়ে গেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৯,২০১৯)