দ্য রিপোর্ট প্রতিবেদক: রংপুর-৩ আসনের উপনির্বাচন থেকে আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আজ বিকেল ৫টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই এ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপি এবং যথাযথভাবে মনোনয়নপত্র দাখিল না করায় দু’জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

আগামী ৫ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যদিও, নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে লিখিত আবেদন জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৬,২০১৯)