দ্য রিপোর্ট প্রতিবেদক: জব্দ করা ইয়াবা ভাগ-বাটোয়ারা করে নেয়া ও বিক্রির চেষ্টার অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর চার সদস্য এবং গুলশান থানার এক এএসআইর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজী (৪৪), এপিবিএনের কনস্টেবল প্রশান্ত মণ্ডল (২৩), নায়েক মো. জাহাঙ্গীর আলম (২৭), কনস্টেবল মো. রনি মোল্লা (২১) ও কনস্টেবল মো. শরিফুল ইসলাম (২৩)।

এদের মধ্যে প্রথম তিনজনের তিন দিন করে এবং পরের দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পরিদর্শক পরিতোষ চন্দ্র আসামিদের আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

রোববার রাতে এপিবিএনের চার পুলিশ সদস‌্য এবং গুলশান থানার এক এএসআইকে গ্রেপ্তার করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৬,২০১৯)