চট্টগ্রাম প্রতিনিধি: রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মীসহ তিন জনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওই তিন জনকে আটক করা হয়। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক তিনজন হলেন- ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক জয়নাল আবেদিন (৩৫), পটিয়া উপজেলার মৃত হারাধন দাসের ছেলে বিজয় দাস (২৬) ও তার বোন সীমা দাস ওরফে সুমাইয়া (২৪)। সীমা চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের আয়া পদে কর্মরত রয়েছেন।

ঘটনার খবর পেয়ে নির্বাচন অফিসে এসেছেন কোতোয়ালী থানার একটি টিম। তারা বলেন, ‘নির্বাচন অফিস থেকে আমাদের খবর দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। নির্বাচন অফিস এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। পরে তাদের আটক করে আমরা থানায় নিয়ে যাব। সেখানে আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৭,২০১৯)