দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্টের রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথে প্রকাশ্যে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে অল্প দূরে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে।

এই ঘটনায় সন্দেহভাজন ঘাতককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে আইন প্রয়োগকারী একটি সূত্র রয়টার্সকে বলেছে যে এটাকে কোনো ‘সক্রিয় হামলা’ হিসাবে বিবেচনা করা হচ্ছে না।

সূত্রটি জানিয়েছে, গুলিবিদ্ধ আহত পাঁচজন অবস্থা গুরুতর নয়। তাই এ যাত্রায় তারা বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কলম্বিয়া হাইটস পাড়ায় এই বন্দুক হামলার ঘটনাটি ঘটে।

মার্কিন সংবাদ মাধ্যম এবিসি-এর অনুমোদিত ডব্লিউজেএলএ-টিভি টুইটারে ঘটনাস্থল থেকে হতাহতদের বহনকারী অ্যাম্বুলেন্সের ছবি পোস্ট করেছে। তারা আরো জানায়, এ ঘটনায় ১৪তম স্ট্রিট এবং কলম্বিয়া রোডের মোড়ে প্রচুর পুলিশ দেখা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২০,২০১৯)